কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর কখনো বলে মার্চ। এই সরকার তো কখনো নির্বাচন করেনি। আর নির্বাচন করবেন ও না। তিনি নির্বাচনী রোড ম্যাপ দে আহ্বান জানান।
তিনি বলেন, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, জুলাই অভ্যুত্থানের মেন্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায়। দিনাজপুরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এবং জনসমিপ্রতি কর্মশালায় রুমিন ফারহানা এসব কথা বলেন।
দিনাজপুর শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রশিক্ষক অধ্যাপক ডা. মুউদুদ হোসেন পাভেল, অ্যাড. শারমিন ফারহানা পুতুলসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির বিভিন্ন উপজেলার থেকে নেতাকর্মী এবং ১১টি অঙ্গ ইউনিট থেকে নেতা কর্মীরা অংশ নেন।
টিএইচ