মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

নীলফামারীতে বিএনপির তৃণমূল নেতাদের নিয়ে সেমিনার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিএনপির তৃণমূল নেতাদের নিয়ে সেমিনার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নীলফামারীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সেমিনার।

শনিবার (২১ জুন) জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ‘শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া’ শীর্ষক সেমিনারে জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতারা অংশ নেন।

আলোচনায় শহীদ জিয়ার রাষ্ট্রীয় পুনর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শন, বেগম খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে শহীদ জিয়ার ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নের মধ্যেই রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে স্থিতিশীল পথে এগিয়ে নেয়ার রূপরেখা।

সেমিনারে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, যুগোপযোগী শিক্ষা সংস্কার ও অর্থনৈতিক রূপরেখা বিষয়ে বিস্তর আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু বলেন, দলের আদর্শ ও কর্মসূচিকে আরও স্পষ্টভাবে বুঝতে তৃণমূল পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, ইউনিয়ন পর্যায়ের নেতারা।

টিএইচ