সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা

নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, ২০২৩ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, মো. আবুল মনসুর মিঞা।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মো. এনামুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম (সেবা)  মো. ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলফারুক আব্দুল লতিফ, এপিপি অ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি মো. গোলাম মোস্তফাসহ অনেকে।

কর্মশালায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ বাস্তবায়ন বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন নীলফামারী জজ আদালতের বিজ্ঞ আইনজীবীরা। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্নস্তরের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, মো. আবুল মনসুর মিঞা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ বাস্তবায়নের বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন আজকের কর্মশালায় উপস্থিত সবাই উপকৃত এবং অনেক কিছু জানা হয়েছে।

টিএইচ