রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

নৌকার বিপক্ষে কাজ করায় ৭ নেতাকে আ.লীগ থেকে অব্যাহতি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

নৌকার বিপক্ষে কাজ করায় ৭ নেতাকে আ.লীগ থেকে অব্যাহতি

জামালপুরের সরিষাবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করাসহ সাংগঠনিক অনিয়ম, সংগঠন শৃঙ্খলা বিরোধী কর্মতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ৭ নেতার দলীয় পদ হতে অব্যাহতি প্রদান করেছে উপজেলা আ.লীগ। 

গত বৃহস্পতিবার সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে সরিষাবাড়ী উপজেলা আ.লীগের কার্য-নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়টি সরিষাবাড়ী উপজেলা আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানিয়েছেন।

উপজেলা আ.লীগ সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পক্ষে কাজ না করায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশিদকে সাংগঠনিক পদে থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে সরিষাবাড়ী উপজেলা আ.লীগ। 

দলীয় পদ হতে আরও অব্যাহতি প্রাপ্তরা হলেন-সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পোগলদিঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি সামস উদ্দিন, ডোয়াইল ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল জলিল ফকির, মহাদান ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাতপোয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজানকে সরিষাবাড়ী উপজেলা আ.লীগের কার্য-নির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করে অব্যাহতি প্রাপ্তদের স্থলে নতুনদের পদায়ন করে দায়িত্ব দেয়া হয়েছে। 

টিএইচ