সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কলেজগেটের ভিত্তিপ্রস্তর ও বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়।

শনিবার (৯ আগস্ট) কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক।

এছাড়া উপস্থিত ছিলেন-কলেজের অধ্যক্ষ পরেশ চন্দ্র হাজরা, শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, শেখ নজরুল ইসলাম, নাজনীন আকবার, ইমরানুল হক মিশা, শিক্ষার্থী আলী আকবারী মালিহা, আশিকুর রহমান, প্রজ্ঞা বিশ্বাসসহ অনেকে।  

বক্তারা শিক্ষার মান উন্নয়নে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। যাতে করে কলেজটিতে শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে। এছাড়া কলেজটি ডিগ্রি পর্যায়ে পাঠদান শুরুর ব্যাপারে আলোচনা করেন বক্তারা।

টিএইচ