বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

কক্সবাজারের পেকুয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার টইটং ইউনিয়নের আবাদীঘোনা গ্রামের মৃত. আকতার আহমদের ছেলে তোফাজ্জল (৩২), লেইনেরশিরা গ্রামের অলি আহমদের ছেলে মো. মুন্সী মিয়া, সদর ইউনিয়নের নন্দীরপাড়া গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে আবু তাহের, বারবাকিয়া ইউনিয়নের পুর্ব জালিয়াকাটা গ্রামের মৃত. কবির আহমদের ছেলে নজরুল ইসলাম ও রাজাখালী ইউনিয়নের বামলুপাড়া গ্রামের মৃত. আহমদ ছফার ছেলে আলমগীর।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানায়, বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ৫ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

টিএইচ