বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুদিন পরে উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের মরদেহের সন্ধান পাওয়া গেছে। হত্যার পরে তার মরদেহ ফেলে রাখা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের ফসলি মাঠের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মমিন শেখের ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাগেছে, নিহত শেখ আল আজাদ উপজেলার চরবামুন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তিনি গত রোববার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন এবং উপজেলার মেগচামী ইউনিয়নের বিলআড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ হত্যার পরে তার মরদেহ ফেলে রাখা হয়।

নিহতের ছেলে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল বলেন, আমার বাবার দ্বিতীয় স্ত্রী মনিরা মাসতুরা তিথি, তার মা রাজিয়া বেগম ও রাসেল আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

এ ব্যাপারে মধুখালী থানার ওসি এস.এম নুরুজ্জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, খবর পেয়ে ওই স্থান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ