বুধবার, ৩০ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে সভা

জামালপুর প্রতিনিধি 

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে সভা

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে জামালপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সভা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) জামালপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভার আয়োজন করা হয়।

এতে জামালপুর সদর ইউএনও জিন্নাত শহদী পিংকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজুু। তিনি বলেন, উত্তম কৃষি চর্চাই ফসল নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মূল উদ্দেশ্য।

তিনি এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করে জমিতে কীটনাশক ছাড়া সুষম সার ব্যবহারের করে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জামালপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) জাকিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, জামালপুর সদর ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন প্রমুখ।

টিএইচ