শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
The Daily Post

বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙ্গাস, বিক্রি ২৩ হাজার টাকা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙ্গাস, বিক্রি ২৩ হাজার টাকা

বরগুনার পাথরঘাটার জেলে রিয়াজ হোসেনের বড়শিতে সাড়ে ২৩ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালমেঘা বাজারের পাশে স্লুইসগেটে বড়শিতে মাছটি আটকে যায়।

জেলে রিয়াজ হোসেন জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে বড়শি পেতে অপেক্ষা করছিলেন। হঠাৎ টান অনুভব করলে বড়শি তুলে দেখতে পান সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ আটকা পড়েছে।

মাছটি বিক্রির জন্য তিনি কালমেঘা বাজারে নিয়ে গেলে ব্যবসায়ী মো. রাজু মিয়া এক হাজার টাকা কেজি দরে ক্রয় করেন। এভাবে মাছটি ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

মৎস্য ব্যবসায়ী রাজু মিয়া জানান, মাছটি উচ্চমানের হওয়ায় বিক্রির জন্য পাথরঘাটা থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি আশা করছেন ঢাকায় মাছটি দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব হবে।

টিএইচ