বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

বরিশালে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বৃক্ষরোপণ

বরিশাল ব্যুরো

বরিশালে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বৃক্ষরোপণ

বরিশালে জুলাই যুদ্ধের বছর পূর্তি উপলক্ষে ৩৬  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগরের পক্ষ থেকে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর আমতলা মোড়স্থ মডেল মসজিদ এবং সরকারি শিশু পরিবার (দক্ষিণ) প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসি হাজং।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব মো. জোবায়ের হোসাইন ও বরিশাল জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ