রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরির চেষ্টা, আটক ৪

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরির চেষ্টা, আটক ৪

দিনাজপুরের চিরির বন্দরে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন থেকে পাইপ ছিদ্র করে তেল চুরির চেষ্টা  করেন চার ব্যক্তি। গত শুক্রবার সকালে চিরিরবন্দর উপজেলার ফতে জংপুর ইউনিয়নের ফেসুলা ডাংগায় এই তেল চুরির চেষ্টা করা হয়। 

এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ চারজনকে আটক করেছেন। এরা হলো— জাহাঙ্গীর আলম (২৭), তার বাড়ি চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট গ্রামে।  মানিক শা ( ৪৫), তার বাড়ি পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামে। 

অপর দুজন নীলফামারী জেলার সৈয়দপুরের নাজমুল হক (৬৫) ও আমিনুল ইসলাম (৪৮)।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, আটক চারজনকে চিরিরবন্দর থানায় তেল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি বজলুর রশিদ আরও জানান, গত শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ চিলিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।  

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরি হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে আসেন। মাটি গর্ত করে তেলের পাইপ ছিদ্র করে এই তেল চুরির ঘটনার চেষ্টা করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলার করা হচ্ছে।

ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি করতে এই পাইপলাইন স্থাপন করা হয়। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে তেল আমদানি করা হচ্ছে। 
এইতেল পার্বতীপুর টার্মিনালে তেল ডিপুতে ভারত থেকে আশা তেল রিসিভ করা হয়ে থাক। এই পাইপলাইনটি দিনাজপুর পঞ্চগড় হয়ে ভারতের শিলিগুড়ির রিফাইনারিতে সংযুক্ত হয়েছে।

টিএইচ