মঙ্গলবার, ২১ মে, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় গত মঙ্গলবার রাতে খান আইস ফ্যাক্টরীর গ্যাস সিরিন্ডার বিস্ফোরন হয়ে পুড়ে এক ব্যক্তি নিহত ও দুই জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. রাসেল খান (৩৮)। তিনি ওই আইস  ফ্যাক্টরী পরিচালনার দায়িত্বে ছিলেন। আহত দুই ব্যক্তির নাম প্রেমান্দ মন্ডল (৭০) ও তাঁর স্ত্রী কৃষ্ণা রানী মণ্ডল (৬০)। তারা সবাই কালাইয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে খান আইস ফ্যাক্টরীর গ্যাস লিলিণ্ডার বিস্ফোরন হয়। ওই সময় আইস ফ্যাক্টরীতে থাকা রাসেল এবং আইস ফ্যাক্টরীর পাশে থাকা চায়ের দোকানদার প্রেমান্দ মন্ডল ও তাঁর স্ত্রী কৃষ্ণা রানী মণ্ডলের শরীর পুড়ে যায়।

তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত্যু ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রেমান্দ মন্ডল ও তাঁর স্ত্রী কৃষ্ণা রানী মণ্ডলকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ