বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৮৩ এবং ১৮৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো। সভাপতি তার বক্তৃতায় বলেন- সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, চিকিৎসকরা সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। ক্যাডার সার্ভিসে যারা জনসেবায় নিয়োজিত তাদের উৎকৃষ্ট অংশ হচ্ছে চিকিৎসকরা। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন এবং কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন- ১৮৪তম ব্যাচের কোর্স পরিচালক, যুগ্ম-পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা) আফরীন খান, এবং কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক (গবেষণা) ও সহকারী কোর্স পরিচালক ১৮৩ তম ব্যাচ।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৮৪তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক ফারুক হোসেন সহকারী পরিচালক (ক্রীড়া)। উল্লেখ্য যে ওই প্রশিক্ষণ কোর্স দুটিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
টিএইচ