রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধার সাদুল্লাপুরে একজন, বগুড়ার ধুনটে এক শিশু, টাঙ্গাইলের কালিহাতীতে একজন, নাটোরের গুরুদাসপুরে একজন, জামালপুরের দেওয়ানগঞ্জে এক শিশু ও সুনামগঞ্জের দোয়ারাবাজারে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

সাদুল্লাপুর (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে সাহাপাড়া সংলগ্ন নতুন বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে। নিহত জাহেরা বেগম আহত সৈয়দ আলীর স্ত্রী। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রংপুর পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আব্দুলের পুত্র সৈয়দ আলী রাতে মেয়ে, স্ত্রী, নাতিকে নিয়ে ভ্যান চালিয়ে ধাপেরহাট বাসস্ট্যান্ডে এসে মেয়েকে ঢাকার বাসে উঠে দিয়ে ভ্যানযোগে নাতি স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় আন্ডার পার্সের টার্নড পয়েন্ট এসে রাস্তা পারাপারের সময় আন্ডার পার্সের উপর দিয়ে দ্রুত ঢাকাগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সিটকে পড়ে ঘটনা স্থলেই নিহত হয় ভ্যান চালক সৈয়দ আলীর স্ত্রী জাহেরা। এ-সময় আহত হয় সৈয়দ আলী  নিজে ও নাতি মানিক। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া। উপস্থিত হয়  পলাশবাড়ী  ও পীরগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বালু উত্তোলন কাজে ব্যবহূত ট্রাকটরে পিষ্ট হয়ে আহসান হাবিব নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মে) উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থী আহসান হাবিব ওই গ্রামের মুঞ্জু সরকারের ছেলে ও  ধুনট আল কুরআন একাডেমির শিক্ষার্থী। স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পর পাশেই ইছামতি নদীতে গোসল করতে যায় আহসান হাবিব। সেখানে পৌঁছানোর পর সম্মুখ ও বিপরিত দিক থেকে আসা বেপরোয়া দুটি ট্রাক্টরে চাপা পড়ে পৃষ্ট হয় আহসান হাবিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আহসানকে মৃত ঘোষণা করে। ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিহাতী (টাঙ্গাইল): বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের টাওয়ার এলাকায় মঙ্গলবার (৭ মে) কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত ট্রাক চালক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সুজন মিয়া। দুর্ঘটনার কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু-এলেঙ্গা মহাসড়ক ব্যবহার না করে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মো. বাদল হোসেন নামে এক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার মশিন্দা মাঝপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধারের স্থান ও দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন। নিহত বাদল হোসেন পাশ্ববর্তী সিংড়া উপজেলার আরজুপাড়া গ্রামের মো. গোলবার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামে মাটি ব্যবসায়ী আব্দুল লতিফ ও মো. আতিক হোসেন নামের দুই মাটি ব্যবসায়ী মাটিবহনকারী ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করছিলো। গত সোমবার সন্ধায় শিকারপুর এলাকায় ট্রাক্ট্ররে মাটি বহণ করার সময় অন্য এক ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই চালক বাদলের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও একটি ট্রাক্টর জব্দ করে। এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান, খবর পেয়ে দুর্ঘটনায় নিহত বাদলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সৌরভ নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ মে) দেওয়ানগঞ্জ ফুটানি বাজার ঘাট সড়কের বীর হলকা উচ্চ বিদ্যালয় সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর গ্রামের মো. পালনের ছেলে। সে স্থানীয় বীর হলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোচালককে আটক করা যায়নি, তাকে আটকের চেষ্টা চলছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা এলজিইডি অফিসের কার্যসহকারী মাহফুজুর রহমান নিহত হয়েছেন। তিনি মঙ্গলবার (৭ মে) উপজেলা প্রকৌশলী অফিস থেকে জনতা ব্যাংকে নিজের বেতনভাতাদি উত্তোলন করে ছাতক থেকে ফেরার পথে  কিবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েন। পরে ওইদিন বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী অফিসে ২০২১ সালে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি) কার্যসহকারী পদে যোগদান করেছিলেন। মাহফুজুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামের মাজেদ আলীর পুত্র। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন ও দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাব নেতারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

টিএইচ