শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

বোচাগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

বোচাগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (১ মার্চ) ওই বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ।

থানার ওসি মো. হাসান জাহিদ সরকার এ বিষয়টি জানিয়েছেন। বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার (১ মার্চ) মোবাইল ফোনে মূর্তিটির খবর পাওয়া যায়। পুলিশের টহল টিম খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে।

ওসি মো. হাসান জাহিদ সরকার বলেন, পুলিশের দায়িত্বরত টহল টিম ঘটনাস্থলে গিয়ে ৫ নম্বর ছাতইল ইউনিয়নের আনসার আলীর ছেলে জাহাঙ্গীর আলমের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে। বিষ্ণুমূর্তিটির ওজন ৩৫ কেজি ৫০০ গ্রাম। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

টিএইচ