শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
The Daily Post

বোদা শিশু কল্যাণ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা শিশু কল্যাণ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৯ মে) পৌর সদরের কলেজপাড়ায় প্রধান অতিথি থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। এসময় আরও উপস্থিত ছিলেন, বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া, সহকারী শিক্ষকরা, বোদা উপজেলা জামে মসজিদের ইমাম সোলায়মান আলী, বোদা প্রেস ক্লাবের সভাপতি আমির খসরু লাভলু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ইউএনও তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উপজেলার শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষাদানের জন্য পরিচালনা হয়ে আসছে। ইতোমধ্যে ব্যাপক হারে শিশু শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করছে।

টিএইচ