বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে ডেন্টাল কেয়ার সিলগালা ও জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে ডেন্টাল কেয়ার সিলগালা ও জরিমানা

বোয়ালখালীতে অবৈধ ক্লিনিক ও প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। এসময় ম্যাক্স ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠান সিলগালা ও ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (০১ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি এ অভিযান চালান।

অভিযান সূত্র জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনি হাসান চক্ষু চিকিৎসালয়কে ২০ হাজার টাকা, এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে দিদার হাড়ভাঙ্গা চিকিৎসালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ম্যাক্স ডেন্টাল কেয়ার বিএমডিসি নম্বরবহির্ভুত ডাক্তার বসার কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা

টিএইচ