সোমবার, ১৯ মে, ২০২৫
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

বোয়ালমারীতে ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে গত শনিবার রাতে সুমাইয়া নামের এক গৃহবধূ গলাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে রোববার (১৮ মে) সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে উপজেলার বাইখির গ্রামের সিরাজুল মোল্যার স্ত্রী সুমাইয়া রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেই।

পরে তার স্বামী সিরাজুল মোল্যা দেখতে পেয়ে বাড়ির আশপাশের লোকজনসহ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে নামিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আত্মহত্যার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রোববার (১৮ মে) লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।

টিএইচ