মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
The Daily Post

ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ভাঙ্গুড়া ‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্য নিয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) ভাঙ্গুড়া খাদ্যগুদামে প্রধান অতিথি  থেকে উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান ও ভাঙ্গুড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাব্বত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামিম আহমেদসহ প্রমুখ।

ভাঙ্গুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাব্বত হোসেনজানান, ভাঙ্গুড়া খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৫০৮ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ৪৪৬ টন সংগ্রহ করা হবে।

টিএইচ