টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ।
মধুপুর উপজেলার পাহাড়ি গারো, কোচ ও বর্মন সমপ্রদায়ের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে মোট তিন লাখ ষাট হাজার টাকা ৯২ জন সুবিধাভোগীর মধ্যে বিতরণ করা হয়।
আর্থিক সহায়তা হিসেবে অনুদান পেয়েছেন ৪১ জন। এবং শিক্ষা সহায়তা হিসেবে অনুদান পেয়েছেন ৫১ জন। মোট ৯২ জন সুবিধাভোগী অনুদান পেয়েছেন। এসময় সুবিধাভোগীরা উপস্থিত থেকে নগদ অর্থ গ্রহণ করেন।
টিএইচ