অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটি অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। কারণ মানুষ যখন নামাজ পড়ে, তখন গুনাহ ও অশ্লীলতা কমে যায়।”
শুক্রবার জুমার নামাজের পূর্বে রাউজানে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। ১২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে চৌধুরী এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে নির্মিত মসজিদে একসঙ্গে ১,২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
নির্ধারিত নকশা অনুযায়ী এই মডেল মসজিদে রয়েছে নারী-পুরুষের পৃথক অজু ও নামাজের ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়াত কার্যক্রম, হেফজ বিভাগ, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসন এবং অফিস কক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস সালাম খান ও প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম।
জুমার নামাজে ইমামতি করেন হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা জসিম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, ডা. বাহারুল আলম, আমাত উল্লাহ চৌধুরী বাবুল, জসিম, শরিফ উল্লাহ শরীফ, কাজী মো. ইব্রাহিম, আমিনুল হক কোম্পানি প্রমুখ।
টিএইচ