ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে ওবাইদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (২৭এপ্রিল) ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তের ৪৮নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে।ওবাইদুর রহমান গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
স্থানীয় ও তার স্বজনরা জানিয়েছে, গত রাতে উপজেলার গোপালপুর সীমান্ত দিয়ে ওবাইদুরসহ অন্তত ৫/ ৭ জনের একটি দল ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন। ভোরে মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওবাইদুরের মৃত্যু হয়,বাকিরা পালিয়ে আসতে সক্ষম হন।
স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান,অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওবাইদুরে নিহতের ঘটনা সকালে জানতে পারি। তিনি আরও বলেন, ৫/৭ জন গিয়েছিলো ভারতে গরু আনতে,সবাই পালাতে পারলেও ওবাইদুর গুলি বৃদ্ধ হয়ে নিহত হয়।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালপুর এলাকার ৫/৭ জন মিলে রাতে অবৈধভাবে গরু আনতে ভারতে গিয়েছিলো । বিএসএফের গুলিতে তাদের মধ্যে ওবাইদুর রহমান নামের এক জনের মৃত্যু হয়েছে এবং তার লাশ ভারত সীমান্তের ২০০গজ ভিতরে রয়েছে বলে সকালে শুনলাম।
মহেশপুর-৫৮বিজিবির সিও রফিকুল আলম বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা জানার পরে বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে আপনাদেরকে সকল তথ্যে জানাত পারবো।
টিএইচ