বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

মাদারীপুরে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়ন এলাকার রশিদ গৌড়ার ইটভাটা সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ জুলাই) স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, নদীতে ভেসে আসা একটি বস্তার ভিতরে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং এ বিষয় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

টিএইচ