সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
The Daily Post

মির্জাপুর পৌর আ.লীগের সভাপতি হারুণ গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর পৌর আ.লীগের সভাপতি হারুণ গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) মির্জাপুর পুরাতন বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃত পৌরসভার পুষ্টকামুরী গ্রামের মৃত জামাল উদ্দিন খানের ছেলে হারুণ অর রশিদ খান (৬০)। তিনি মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একদল দুষ্কৃতকারী হাইওয়ে থানায় হামলা করে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ ও ছররা গুলি ছুরে। এ সময় গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেল গুলিতে দুই চোখ অন্ধ হয়।

এ ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হারুণকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত হারুনকে রোববার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ