শনিবার, ০১ জুন, ২০২৪
ঢাকা শনিবার, ০১ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

মির্জাপুরে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  

মির্জাপুরে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলা খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

এসময় অতিরিক্ত কৃষি অফিসার মাহামুদা খাতুন, উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্যামল সরকার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, উপ-খাদ্য পরিদর্শক হাসেম আলী, খাদ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিবার উদ্দিন প্রমুখ।

উপজেলার চলতি মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ২২৭ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৫ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামল সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষক যেন ন্যায্যমূল্য পায় সেজন্য লটারির মাধ্যমে সরকারিভাবে ধান ও চালের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ