শনিবার, ১০ মে, ২০২৫
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

শরীয়তপুরে মোটরসাইকেল জব্দ করাকে কেন্দ্র করে নড়িয়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানার এসআই আল আমিন বাদী হয়ে মামলা করেছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) শরীয়পুরের নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় জব্দ করে নিয়ে আসে পুলিশ সদস্যরা। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে গত বৃহস্পতিবার রাতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ বেশ কয়েকজন।

এ সময় তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলগুলো দিতে অপারগতা প্রকাশ করে পুলিশ। এতেই ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিয়ে থানা চত্বরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। এসময় বাধা দিতে এলে তাদের হামলায় বিল্লাল হোসেন নামের পুলিশের এক কন্সটেবল আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, কিছু দুষ্কৃতিকারী থানায় ইটপাটকেল ছুঁড়ে হামলা করে। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া জানালার থাই গ্লাসসহ স্থাপনায় ক্ষতি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পাশাপাশি বেশ কয়েকজন গ্রেপ্তার করেছি। অপরাধীরা যে দলের হোক না কেন তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ বলে তিনি জানান।

টিএইচ