ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক টাউন হল মোড়ে ‘জুলাই চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এ চত্বরের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ‘জুলাই আন্দোলন’-এর প্রাক্তন নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শহীদ সাগরের পিতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলন’ ময়মনসিংহের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ এই আন্দোলনের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে ‘জুলাই চত্বর’ নামকরণ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ‘জুলাই চত্বর’-এর উদ্বোধনের মাধ্যমে ময়মনসিংহবাসী ‘জুলাই আন্দোলন’-এর গৌরবময় ইতিহাসকে আরও গভীরভাবে স্মরণ ও লালন করবে।
টিএইচ