ময়মনসিংহে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এ মেলার সমাপ্তি ঘটে মঙ্গলবার (২৭ মে)।
ভূমি মেলা উপলক্ষে গত ২০২৪-২৫ অর্থবছরের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতাদের মধ্যে তিনজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।
মেলার শেষ দিনে ২০২৪-২৫ অর্থবছরে ভূমি উন্নয়ন খাতে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতাদের মাঝে তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমউদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ভূমি আমাদের সবার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে অবহেলা বা অবজ্ঞার সুযোগ নেই।
তবে এ খাতে অপরাধ সংঘটনের সুযোগ সৃষ্টি হয় তখনই, যখন আমাদের জ্ঞানের ঘাটতি থাকে। তখন কিছু অসাধু দালাল ও দুর্নীতিবাজরা সুযোগ নেয়। কিন্তু যদি আমরা ভূমি সেবাসমূহ সম্পর্কে জানি, তাহলে নিজেরাই সহজে এসব সেবা নিতে পারব। মেলার শেষ দিনে সর্বোচ্চ করদাতাদের হাতে সম্মাননা তুলে দেয়া হলে তারা নিজেদের গর্বিত ও উৎসাহিত মনে করেন এবং নিয়মিত কর প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মেলার আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
টিএইচ