মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির অনুদান প্রদান

চট্টগ্রাম ব্যুরো

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির অনুদান প্রদান

চট্টগ্রামের রাউজান পৌরসভায় গত সপ্তাহে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

সহযোগিতা পাওয়া মো. জসিম, মো. ফরিদ,মো. দুলাল, মো. ছগির, মো. ইমাম, আব্দুস সালাম, মো. ইদ্রিস, নুরুল ইসলাম, মো. নিজাম বলেন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে বিএনপি প্রমাণ করলো জনগণের দল বিএনপি।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী ও বিএনপি নেতা আহমদ শুকাণ, বিএনপি নেতা কামরুল হাসান কচি হাবিব হোসেন মুহাম্মদ সালাউদ্দিন হান্নান চৌধুরী খন্দকার মোহাম্মদ হোসেন নিজামুদ্দিন আহমেদ সোহাগ রেজাউল সাজ্জাদ চৌধুরী ক্ষতিগ্রস্তদের সহযোগিতার সময় উপস্থিত ছিলেন এবং তারা বিত্তবানদের সমাজের অসহায় গরীবদের যেকোন সহযোগিতায় পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

টিএইচ