শনিবার, ০১ জুন, ২০২৪
ঢাকা শনিবার, ০১ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

রাউজানে শত বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে শত বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’

কেউ সেজেছিলেন বাঘ, কেউবা হনুমান, কেউ ভাল্লুক আবার কেউ কেউ নানা বন্যপ্রাণী। শিশুসহ সবশ্রেণির মানুষকে মাতিয়ে তোলার জন্যই নানা বন্যপ্রাণীর মুখোশ পড়ে ঢোল বাজিয়ে দৌঁড়াদৌঁড়ি, মাটিতে গড়াগড়ি, নাচা-নাচি করেছিল তারা। দিক-বেদিক ছুটছিল শিশু কিশোরেরা। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এমন দৃশ্যের দেখা মিলে রাউজানের শত বছরের ঐতিহ্যবাহী মনপোদ্দার স্মৃতি বিজড়িত বাঘের মেলায়। যুগ যুগ ধরে  প্রজন্মের পর প্রজন্ম বাংলা নববর্ষের ৫ ও ৬ বৈশাখে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বাঘের মেলায় এভাবে বন্যপ্রাণী সেজে আনন্দ দেন মানুষকে। 

প্রধান অতিথি থেকে ফিতা কেটে দুই দিনব্যাপী বাঘমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি। রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে মনপোদ্দার বাড়ী মেলা উদযাপন কমিটির ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় গত বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী মেলার আয়োজনকে ঘিরে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বাঘের নৃত্যসহ বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আয়োজন। বাঘের মেলায় পসরা সাজিয়ে বসেন শতাধিক দোকানী। নাগর দোলায় চড়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন শিশু-কিশোরেরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সভাপতি বিভাষ ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মনপোদ্দার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক ধর। মনপোদ্দার পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি,  আবুল মনছুর খোকন, জসিম উদ্দিন। বন্যপ্রাণী দেখতে মেলায় ভিড় করতেন দূর-দূরন্ত থেকে আসা নারী-পুরুষরা।

টিএইচ