বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
The Daily Post

রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযান

রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৃতীয় দফা অভিযানে খাবারে অনিয়ম, ওষুধের ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং হাসপাতালের নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে।

বুধবার (২০ আগস্ট) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক জানান, রোগী ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযানের আয়োজন করা হয়। অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখা হয়। একই সঙ্গে রোগীদের খাবারের মান, চিকিৎসা সেবা এবং রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।

তিনি আরও বলেন, রোগীদের তুলনায় চিকিৎসকের সংকট স্পষ্টভাবে দৃশ্যমান। ওয়াশরুমগুলো নোংরা ও অপরিচ্ছন্ন। ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ মিলে।

দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিত রাখা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করে।

অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেয়া হবে বলে টিম জানায়। অভিযানে আরও উপস্থিত ছিলেন, দুূদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক  মো. শামীম।

টিএইচ