শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় আ.লীগের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তামজিদ আহমেদের আদালতে আসামিরা হাজির হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃত আসামিদের মধ্যে ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আ.লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, রিংকু, মানিক সরদার আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী।

জানাগেছে, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লার করা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজিব মোল্লা ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক (২) এর সত্যতা নিশ্চিত করেন।

টিএইচ