মঙ্গলবার, ২১ মে, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

রায়গঞ্জের নিজামগাতী সড়কের বেহাল দশা দুর্ভোগে এলাকাবাসী

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

রায়গঞ্জের নিজামগাতী সড়কের বেহাল দশা দুর্ভোগে এলাকাবাসী

সিরাজগঞ্জের রায়গঞ্জের নিজামগাতী চৌরাস্তা কাঁঠালতলা থেকে মাহমুদুল হাসানের বাড়ি হয়ে নিজামগাতী পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের কারণে সিএনজি, অটোভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। দুই কিলোমিটার সড়কের প্রায় দের কিলোমিটার অংশের অবস্থা বেহাল হয়ে পড়েছে। 

এরপরও নিজামগাতী পূর্বপাড়া জামে মসজিদ থেকে নিজামগাতী চৌরাস্তা কাঁঠালতলা হয়ে হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী, ভদ্রঘাট, জেলা সদর ও উপজেলায় অটোভ্যন, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল ও পায়ে হেটে নিরুপায় হয়ে চলাচল করছে এ পথের কয়েক হাজার মানুষ। 

এরই মধ্যে কয়েক দিনের বৃষ্টিতে সড়কজুড়ে সৃষ্টি  হয়েছে কাঁদা-আর কাঁদা। দীর্ঘদিন হলো সড়কটি পাকা না হওয়ায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজামগাতী গ্রামের মো. মোনসেফ দোকানদার, মো. ওয়াজেদ আলী, মো. আব্দুর রাজ্জাক, মো. আলমগীর হোসেন, মো. আয়ুব আলী ও মো. সুরুজ্জামানের সাথে কথা হলে তারা জানান, আমাদের এলাকার রাস্তাটি কাঁচা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 

এদিকে নিজামগাতী গ্রামের মো. আসাদুল ইসলাম হামজেলা ও ইউপি সদস্য মো. মামুন সেখ বলেন, এই কাঁচা রাস্তা দিয়ে কোমলতা শিক্ষার্থী ও হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। 

আমাদের সকলের দাবি এখানকার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করা হোক। এমতাবস্থায় ওই জনগুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি পাকা করার জন্য উপজেলার ৮নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান, অধ্যক্ষ ও উপজেলা আ.লীগের সদস্য মো. রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।

টিএইচ