রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন যুক্তরাজ্যের চার সদস্যের প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন যুক্তরাজ্যের চার সদস্যের প্রতিনিধি দল

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করছেন যুক্তরাজ্যের চার সদস্যের প্রতিনিধি দল। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় প্রতিনিধি দলটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে উখিয়ায় পৌঁছেন বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। 

এর আগে সকাল পৌনে ৯ টায় যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী আরটি হন এ্যানি ম্যারি ট্রেভেলিয়ানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওনা দেয়। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাসের হাই কমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন, যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, মিয়ানমারের ঢাকাস্থ দূতাবাসের পরিচালক মো. বারীকুল ইসলাম।

এএসপি ফারুক আহমেদ বলেন, সকালে যুক্তরাজ্যের ৪ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ায় পৌঁছার পর ৮ নম্বর আশ্রয় শিবিরে পরিদর্শন শুরু করেন। পরে তারা ১৮ নম্বর ও ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন। প্রতিনিধি দলটির সদস্যরা আশ্রয় শিবিরে বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গেও আলাপ করেন। 

 রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন শেষে প্রতিনিধি দলটির সদস্যরা শনিবার (১১ মার্চ) বিকালে বিমান যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এএসপি। তবে যুক্তরাজ্যের ৪ সদস্যের এ প্রতিনিধি দলের সফর সম্পর্কে কোন ধরণের তথ্য নেই বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

টিএইচ