বুধবার, ১৫ মে, ২০২৪
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

লামায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লামা (বান্দরবান) প্রতিনিধি 

লামায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানের লামায় ক্ষেতের পাঁকা ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে নুরুল আফছার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত নুরুল আফছার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারগাজা গ্রামের নুরুল ইসলামের ছেলে। গত শনিবার সন্ধ্যায় হারগাজা গ্রামে আক্রমণের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গত শনিবার নুরুল আবছার বাড়ির পাশে ধানক্ষেত পাহারা দিতে যান। এক পর্যায়ে রাত ৮টার দিকে বন্যহাতির কবলে পড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল আবছার। খবর পেয়ে লোকজন মৃত অবস্থায় কৃষক নুরুল আবছারকে উদ্ধার করেন।

ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান কুতুব উদ্দিন মিয়া বলেন, কয়েক দিনের ব্যবধানে ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু হলো। ধান পাকলেই বন্য হাতি খাদ্যের সন্ধানে কৃষকের ফসলক্ষেতে হানা দিয়ে থাকে। 

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, নিহত নুরুল আবছারের ওয়ারিশদের বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেয়া হবে।

লামা থানা পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত সোমবার (৮ মে) রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের কুমারী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আকতার হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়। 

টিএইচ