শরীয়তপুরের সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ওসমান বালা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
গত সোমবার দিনগত রাতে উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারি কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওসমান বালা সখিপুর থানার নরসিংহপুর মনা গাজী কান্দি এলাকার মো. সেলিম বালার ছেলে।
সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ ওই এলাকার অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি গাঁজাসহ ওসমান বালাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার (০১ জুলাই) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
টিএইচ