বুধবার, ১৫ মে, ২০২৪
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে এক শিশু ও বিষ পানে এক গৃহ্বধূর মৃত্যু হয়েছে। উপজেলার চিথলিয়া পূর্বপাড়া ও বালিয়াচন্ডি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো তাসিন (৮) ও আউলিয়া (৩৫)। ঘটনার বিষয়টি জানিয়েছেন থানা ওসি কাইয়ুম খান সিদ্দিকী। 

পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তাসিন গত শুক্রবার সন্ধ্যায় সবার অগোচরে বসতবাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন রাতভর অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে পুকুরের পানিতে তাসিনের লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে গত শুক্রবার রাতে গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি উত্তরপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আউলিয়া নিজ বসতঘরে বিষপান করে।

স্বামী বাইরে থেকে এসে তাকে ঘরের মেঝেতে পরে থাকতে দেখে পরিবার অন্য সদস্যদের ডাক দেয়। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। শেরপুর নিয়ে যাওয়ার সময় রাতেই ওই গৃহ্বধূর মৃত্যু হয়।

এব্যাপারে ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে। এনিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

টিএইচ