বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সন্দ্বীপে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট)  উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি ব্যবস্থাপনায় সন্দ্বীপের ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (বা নবম শ্রেণি পর্যন্ত) সব শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় ২৯২টি বিদ্যালয়ের ৫৯ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী এবং ২৯ হাজার ৬০০ জন কমিউনিটি শিশুসহ মোট ৮৯ হাজার ০৫৩ জন শিশুকে টিকাদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ ইউএনও মংচিংনু মারমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়াজুদ্দিন রোবেল এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন। বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে। এটি মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেয়া অত্যন্ত জরুরি।

ওরিয়েন্টেশন সভায় অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন পদ্ধতি, টিকা গ্রহণের সুবিধা এবং ক্যাম্পেইন চলাকালীন করণীয় বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশগ্রহণ করেন।

টিএইচ