শনিবার, ০১ জুন, ২০২৪
ঢাকা শনিবার, ০১ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

সাতকানিয়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

সাতকানিয়া উপজেলার কেরানিহাট সড়কে দায়িত্ব পালনকালে মুনশী বোরহান উদ্দিন (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। মুনশী বোরহান উদ্দিন ফেনী জেলার পশুরাম উপজেলার হামজারহাট এলাকার মৃত মেজবাহ উদ্দিনের ছেলে। 

কেরানিহাটের ট্রাফিক পরিদর্শক টিআই জিল্লুর রহিম বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্য বোরহান সকালে কেরানিহাট সড়কে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। অন্য পুলিশ কর্মকর্তাদের সহায়তায় কেরানিহাট এলাকার একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কেরানিহাট আশ-শেফা প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইফরাত বিন জাহেদ বলেন, ‘পুলিশ সদস্য বোরহান হূদরোগে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। 

তার মৃত্যুর সংবাদ শুনে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরফাতসহ অন্যান্য পুলিশ সদস্য ছুটে আসেন। মরহুমের মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আনা হবে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

টিএইচ