রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরার চারটি আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার চারটি আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আ.লীগের অনেকেই কিনছেন মনোনয়ন ফরম। কার কপালে জুটবে মনোনয়ন। কে ধরবেন নৌকার হাল। এসব প্রশ্ন ভর করেছে নেতা-কর্মী সমর্থকদের মনে। এনিয়ে দিনভর চলছে আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, আদালত, হোটেল, রেস্তরা সর্বত্র। 

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মনোয়ন প্রত্যাশীরা শনিবার ও রোববার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দলবেঁধে ঢাকায় গিয়েছেন মনোনয়ন ফরম সংগ্রহপূর্বক জমা দিতে। মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, ফরম সংগ্রহ করলেও দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই এক হয়ে কাজ করবেন তারা।

গত রোববার রাতে দলের একটি সূত্র জানায়, সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনে আ.লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক এমপি ও জেলা আ.লীগের সাবেক সভাপতি ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, আ.লীগ সাতক্ষীরা জেলা শাখার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহিদ স ম আলাউদ্দীন তনয়া লায়লা পাভীন সেঁজুতি, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও জেলা আ.লীগ নেতা অ্যাড. মোহাম্মদ হোসেন।

সাতক্ষীরা ২ (সদর) আসনে আ.লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মীর মোশতাক আহম্মেদ রবি, যুগ্ম-সম্পাদক সাবেক ছাত্রনেতা আ হ ম তারেক উদ্দীন ও সাবেক সচিব শাফী আহম্মেদ।

সাতক্ষীরা ৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, আশাশুনি উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, ইউসুফ আব্দুল্লাহ, জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন।

সাতক্ষীরা-৪ আসনে উপজেলা আ.লীগের সভাপতি এসএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, আ.লীগ নেতা বাবলুর রহমান, শফিউল আযম লেলিন, মাসুদা খানম মেধা ও আনিছুর রহমান আনিছ।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের খুলনা বিভাগীয় বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রত্যাশীরা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

টিএইচ