সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Post

সাবেক এমপি নদভীর পিএস রাসেল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

সাবেক এমপি নদভীর পিএস রাসেল গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাতকানিয়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা নেজামউদ্দিন নদভীর পিএস রাসেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, এমপি নদভীও বর্তমানে গ্রেপ্তার হয়ে কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই মামলার আসামি।

টিএইচ