বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
The Daily Post

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ নিয়ে চলতি বছর সিলেটে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলেও সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত প্রতিবেদনে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস পরীক্ষার পর একজনের কোভিড ১৯ শনাক্ত হয়েছে।

গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩০ জন। তবে এই মুহূর্তে কোনো হাসপাতালে কোভিড ১৯ পজিটিভ রোগী ভর্তি নেই। সর্বশেষ গত ২৬ জুন কোভিড ১৯ আক্রান্ত রোগী মারা গিয়েছিলেন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে।

টিএইচ