শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

সুজানগরে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি

সুজানগরে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ

সারাদেশের মধ্যে পেঁয়াজ আবাদে পাবনার সুজানগর অঞ্চলটি অন্যতম। কিন্তু সুজানগরে পেঁয়াজ সংরক্ষণাগার নেই বলে অধিকাংশ কৃষক বছরের পর বছর টিনের ঘর বা সেমিপাকা ঘরে বাঁশের মাচা তৈরী করে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে থাকেন। সনাতন এমন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করায় সংরক্ষিত পেঁয়াজে ব্যাপক পচন ধরে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক কৃষক। এতে পেঁয়াজ চাষীদের প্রতি বছর লাখ লাখ টাকার ক্ষতি হয়।

সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষী মো. কামরুজ্জামান বলেন সনাতন পদ্ধতিতে বাঁশের মাচায় পেঁয়াজ সংরক্ষণ করলে প্রয়োজনীয় আলো-বাতাসের স্বল্পতা দেখা দেয়। এতে একদিকে পেঁয়াজে ব্যাপক পচন ধরে, অন্যদিকে শুকিয়ে ওজন একদম কমে যায়। তাছাড়া বাঁশের মাচা তৈরী করতে অনেক খরচ হয়।

সব চেয়ে বড় সমস্যা সনাতন পদ্ধতিতে পেঁয়াজ দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যায় না। এসব কারণে পেঁয়াজ চাষীরা ন্যায্য মূল্য পাওয়ার আগেই বিক্রি করে দিতে বাধ্য হয়। ফলে বেশির ভাগ সময় পেঁয়াজ বিক্রি করে কৃষকের উৎপাদন খরচই উঠেনা।

উপজেলার মানিকহাট গ্রামের পেঁয়াজ চাষী ওমর আলী প্রামাণিক বলেন সনাতন পদ্ধতির পরিবর্তে বিদ্যুৎ চালিত এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে কৃষক বেশ লাভবান হতো। এ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজে পচন ধরে না। তাছাড়া ওজনও তেমন কমেনা।

পাশাপাশি ওই পদ্ধতিতে একটি সেমিপাকা ঘরের মেঝেতে মাত্র দশ ফুট দৈর্য্য এবং দশ ফুট প্রস্থের একটি বাঁশের মাচা ও ইটের দেয়াল তৈরী করে তার মাঝে প্রায় তিন শত মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এ পদ্ধতিতে সব চেয়ে বড় সুবিধা ন্যায্য মূল্য পাওয়ার জন্য দীর্ঘ মেয়াদে পেঁয়াজ ঘরে সংরক্ষণ করা যায়। অবশ্য উপজেলার কিছু সংখ্যক কৃষক আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ শুরু করেছেন। কিন্তু এয়ার ফ্লো মেশিন কিছুটা ব্যয়বহুল হওয়ায় উপজেলার অধিকাংশ কৃষক সনাতন পদ্ধতিতেই পেঁয়াজ সংরক্ষণ করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন এ উপজেলার কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পেঁয়াজ আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ করে দীর্ঘ মেয়াদে ঘরে রাখতে পারে সে জন্য কৃষি বিভাগ প্রণোদনা কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করেছে। আশা করি প্রকল্প বাস্তবায়িত হলে কৃষক দীর্ঘ মেয়াদে পেঁয়াজ সংরক্ষণ করে ন্যায্য মূল্য পাবেন।

টিএইচ