গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, ছাত্রদল নেতা সিহাব ইসলাম, হৃদয় হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে জাতিসংঘে নিষিদ্ধ ঘোষণা এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। তারা বলেন, পণ্য বর্জনের মাধ্যমে ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করতে হবে।
পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একইদিন সকালে সৈয়দপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেন এবং ইসরায়েলবিরোধী শ্লোগান দেন।
টিএইচ