নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। গত সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সৈয়দপুর শহরের বাংলা হাই স্কুল মাঠে আয়োজিত এই কনফারেন্সে দেশ-বিদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম-উলামাদের পাশাপাশি অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা সম্মিলিতভাবে আসর ও মাগরিব নামাজ আদায় করেন। মাগরিব নামাজের পর থেকে চলে মূল অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারভিত্তিক ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট আল্লামা কামরুজ্জামান আল-আযামী। কনফারেন্সটি সঞ্চালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক ও আল-কুরআন একাডেমি, আমেরিকার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী।
কনফারেন্সে বক্তব্য রাখেন ওমান থেকে শাইখ হাইসান কারীম, দুবাই থেকে হাজী রফিক বারকাতী, ফ্রান্স থেকে উমার আল-ফকেহানী, আজমের শরিফ (ভারত) থেকে শাইক ইমরান বারকাতী, করাচি (পাকিস্তান) থেকে শাইখ ইয়াসিন বারকাতী ও ড. মুফতি মাযহার ইকবাল শামী, এবং নেপাল থেকে শাইখ নুর মোহাম্মদ মিসবাহী।
বিশ্ববিখ্যাত নাশিদ শিল্পী ও কিউ-টিভি পাকিস্তানের জনপ্রিয় মুখ হাফিজ তাহির কাদরী নাত পরিবেশন করে কনফারেন্সে অংশগ্রহণকারীদের মাঝে আবেগ ও আত্মিক উদ্দীপনা ছড়িয়ে দেন।
কনফারেন্সটি আয়োজন করে গাউসিয়া ইসলামিক মিশন ও সৈয়দপুরের সর্বস্তরের সুন্নি জনতা। আয়োজক মণ্ডলীর অন্যতম সদস্য ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী বলেন, “এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠন। এর আগে ঢাকা, রংপুর, দিনাজপুরেও একই উদ্দেশ্যে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই মহান কার্যক্রম অব্যাহত রাখবো।”
বিশাল এই জনসমাগম এবং আন্তরিক মোনাজাত ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ও সমর্থনের এক উজ্জ্বল নিদর্শনের মেলবন্ধন ঘটে, যা শহর ছাড়িয়ে সারাদেশে আলোচিত হয়ে উঠেছে।
টিএইচ