শুক্রবার, ১৪ জুন, ২০২৪
ঢাকা শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিত। 

গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ১১নং ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধুরঘোনা, জলদাস পাড়া ও ভবানীপুর এলাকায় ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ আ.লীগ সবসময় দেশের এবং মানুষের কল্যাণে কাজ করে থাকে। 

আমাদের সবাইকে মনে রাখতে হবে সবার উপরে দেশ, দেশের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে। সবার সুস্থভাবে বসবাস এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে আমরা থাকবো। 

এ সময় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুসা সিদ্দিকী, এলাকার সর্দার মোহাম্মদ মোসলেম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ