শুক্রবার, ১৪ জুন, ২০২৪
ঢাকা শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে বাইক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে দুই ভাই নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে বাইক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে দুই ভাই নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাইক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিরাজ ও মোহাম্মদ ফারুক নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। গত মঙ্গলবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নূর আলী মিয়ারহাট এলাকার মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের উখারা এলাকার আলাজি পাড়ার মৃত মোহাম্মদ এনামের ছেলে ও মোহাম্মদ ফারুক একই উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নজির আলী বাড়ির মফজল হকের ছেলে। 

জানাযায়, হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় বোনের বাড়িতে ইফতারি নিয়ে বেড়াতে এসেছিল মিরাজ ও ফারুক। বোনের বাড়িতে ইফতার করে পর তারা দুজন মোটরসাইকেল চালিয়ে ফটিকছড়ি উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে বিপরীতগামী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মিরাজ ও ফারুক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। 

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মুহাম্মদ আনিস বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে এবং অ্যাম্বুলেন্সের নিবন্ধন নাম্বারটা আমরা ইতোমধ্যে পেয়েছি। 

টিএইচ