বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজন আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজন আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ও দুজন দস্যু শামীম বাহিনীর সদস্য।

এসময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪ রতি স্বর্ণের অলংকার, ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়। মঙ্গলবার (০১ জুলাই) হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (০১ জুলাই) পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। এসময় তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আটকদের দেয়া তথ্য অনুযায়ী সোনাদীয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়। এসময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক উজ্জল বনিককে আটক করা হয়।

আটক ডাকাত সদস্যরা ও নারী সহযোগী বুড়িরচর এলাকা এবং স্বর্ণ ব্যবসায়ী ওছখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ