রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post
দুই হাজার মানুষের কর্মসংস্থান

২২ বছর বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে রাজশাহী টেক্সটাইল মিলে

রাজশাহী ব্যুরো

২২ বছর বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে রাজশাহী টেক্সটাইল মিলে

কারখানার কার্যক্রম ঘুরে দেখছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন/ছবি-জাগো নিউজ
দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র ছয় মাসে দুই হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল। আরও ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে টেলি মার্কেটিং, তৈরি পোশাকসহ নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্পগ্রুপটি।

শনিবার (২ আগস্ট) বিকেলে নগরীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানায় ‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন: লক্ষ্য ১২ হাজার’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে দুই হাজার কর্মসংস্থান তৈরির মাইলফলক উদযাপন করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপের এই উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি সত্যিই প্রশংসনীয়। এটি শুধু একটি শিল্পকারখানা চালু হওয়া নয়, এটি একটি অঞ্চলের আর্থ-সামাজিক একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন বন্ধ থাকা একটি রাষ্ট্রায়ত্ত মিল পুনরায় চালু করে এত স্বল্প সময়ে দুই হাজার মানুষের পরিবর্তনের সূচনা।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে যখন দেশের গ্রামীণ ও প্রান্তিক জনপদের মানুষ কর্মসংস্থানের অভাবে শহরমুখী হচ্ছে, তখন প্রাণ-আরএফএলের মতো প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা টেকসই উন্নয়নের অন্যতম মূল ভিত্তি।’

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা মনে করি, কাজের জন্য ঢাকায় যাওয়ার দিন ফুরিয়ে আসছে। বরং আমরা আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিল্প স্থাপন করে চাকরির অফার লেটার নিয়ে ঘুরবো। আমরা রাজশাহীতে শ্রমঘন শিল্পে বিনিয়োগ করছি এবং প্রচুর লোকের কাজের সুযোগ তৈরি করতে সক্ষম হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই কারখানাটি হবে সম্পূর্ণ সাসটেইনেবল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এ কারখানার পণ্য শতভাগ রপ্তানিমুখী হবে। আমরা এখানে নারীদের কর্মসংস্থান তৈরির জন্য নতুন নতুন ক্ষেত্র নিয়ে কাজ করছি। আমরা এখানে টেলি মার্কেটিং প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেখানে আগামী দিনে প্রচুর নারীর কর্মসংস্থান তৈরি হবে।’

এসময় অনুষ্ঠানে কয়েকজন নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করতে গত অক্টোবরে প্রাণ-আরএফএলের সঙ্গে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের (বিটিএমসি) চুক্তি হয়। ডিসেম্বরে বিটিএমসির কাছ থেকে দায়িত্ব বুঝে পাওয়ার পরপরই কারখানাটি সচল করতে সক্ষম হয়েছে প্রাণ-আরএফএল।

কারখানায় থাকা পরিত্যক্ত একমাত্র শেডকে মেরামত করে বিভিন্ন ধরনের ব্যাগ ও জুতা উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে শিল্পগ্রুপটি।

টিএইচ