হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর নামক স্থানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাজা ও কাভার্ড ভ্যানসহ এক যুবককে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে ওই যুবককে আটক করে মাধবপুর পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় মাধবপুর থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর নামক স্থানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়।
এ সময় এক যুবককে ৪০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক করে। আটককৃত যুবক নাটোর জেলার নাটোর সদর থানার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন জানান উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
টিএইচ